Friday, January 3, 2025
Homeবিনোদন১১টি বিয়ে করেছেন মডেল মৌ, হাতিয়েছেন বিপুল টাকা

১১টি বিয়ে করেছেন মডেল মৌ, হাতিয়েছেন বিপুল টাকা

নবদূত রিপোর্ট:

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া মডেল মৌ আক্তার ১১টি বিয়ে করেছেন বলে তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। আর সেসব স্বামীদের কাছ থেকে হাতিয়েছেন অঢেল টাকা ও সম্পদ। বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেওয়ার পর আরেকজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেন।  

রোববার আরেক মডেল পিয়াসার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার হোন এই মডেল। দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও মোহাম্মদপুরে পাঁচতলা আলিশান বাড়ি রয়েছে তার। নেক্সাস, পাজেরো ও টয়োটা ব্র্যান্ডের তিনটি দামি গাড়িও আছে।

মৌ মডেলিং পেশার আড়ালে ব্ল্যাকমেইলিং করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পেয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা। মাদক ও অনৈতিক ব্যবসায় তার সংশ্লিষ্টতার কিছু প্রমাণ ইতোমধ্যে গোয়েন্দাদের হাতে এসেছে।

তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌ ১১টি বিয়ে করেছেন। তার সর্বশেষ স্বামী একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। ধনাঢ্যদের ফাঁদে ফেলে বিয়ে করতেন তিনি।

RELATED ARTICLES

Most Popular