Thursday, January 23, 2025
Homeবিনোদনছেলেকে নিয়ে একসাথে রাজ-পরী! রাজ্যের ১০ মাস উদযাপন

ছেলেকে নিয়ে একসাথে রাজ-পরী! রাজ্যের ১০ মাস উদযাপন

ছেলেকে নিয়ে একসাথে রাজ-পরী! রাজ্যের ১০ মাস উদযাপন

চিত্রনায়ক শরীফুল রাজ ও পরীমনির দাম্পত্য জীবনটা যেন সম্প্রতিক নিয়মিত আলোচনা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুক কিংবা গণমাধ্যম, একে অপরের দিকে তীর ছুঁড়ে দিচ্ছেন। কিন্তু মেঘ ভেদ করে যেন একটু সুর্য উকি দিল, পরীমনির এক ফেসবুক ভিডিও পোস্টে দু’জনকে এক সাথে দেখা গেছে। ছেলে রাজ্যের ১০ মাস পূর্তিতে কেক কাটছেন রাজ ও পরী।

রোববার (১১ জুন) পোস্ট করা ওই ভিডিওতে পাশাপাশি বসা রাজ-পরীকে বেশ হাসিখুশি দেখা যায়। কেক কেটে তারা দিনটি উদযাপন করছেন। সাথে অবশ্য পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

পরীমনির পোস্ট করা ভিডিও ক্যাপশন ছিল, আজ রাজ্যের দশ মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। মাসের দশ তারিখটা আমাদের জন্য অনেক স্পেশাল! ব্যাস এতটুকুই…।

15-6-23

RELATED ARTICLES

Most Popular