Friday, December 27, 2024
Homeশিক্ষাঙ্গনটালবাহানা নয়, দ্রুত পরীক্ষা নেয়ার দাবি জবি শিক্ষার্থীদের

টালবাহানা নয়, দ্রুত পরীক্ষা নেয়ার দাবি জবি শিক্ষার্থীদের

নবদূত রিপোর্ট:

দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দ্রুত ক্যাম্পাস খুলে দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই করোনা টিকার বুথ স্থাপন, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি হ্রাস ও ছাত্রী হলে এলটমেন্টের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ, আব্দুর রহমান, ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আলিম দেওয়ান, মনোবিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা সরকার।

RELATED ARTICLES

Most Popular