Saturday, September 21, 2024
Homeসারাদেশযশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বিলাল মাহিনী, যশোর :

যশোরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের নিহতের খবর পাওয়া গেছে।
রোববার (৫ সেপ্টেম্বর) রাত ৯ টার সময় যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া জুট মিল এলাকায় ট্রাক উল্টে চাপা পড়ে এক মোটার সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

নিহত মিজানুর রহমান (৪৫) অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় এজন ঘের ব্যবসায়ী।

উপজেলার ভাঙ্গাগেট নাম এলাকার লক্ষিপুর গ্রামে তার মৎস্য ঘের রয়েছে। ঘের থেকে বাড়ি ফেরার পথে

যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া জুট মিলস্ নামক স্থানে পৌছালে সিমেন্টের ক্লিংকার বোঝাই ট্রকটি চলন্ত মোটর সাইকেলের উপর উল্টে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।

অভয়নগর থানার উপ –পরিদর্শক রিয়াজ হোসেন নিহতের পরিচয় নিশ্চিত করেন।

(প্রত্যক্ষদর্শী) হোসেন আলী জানান, হোয়াইট সিমেন্ট বোঝাই একটি ট্রাক যশোরের দিকে যাওয়ার সময় নওয়াপাড়া জুট মিলস্ গেট সংলগ্ন স্থানে পৌছালে ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত পাশে বিকট শব্দে ট্রাকটি উল্টে পড়ে।

এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি মোটর সাইকেল ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ওই মোটর সাইকেল চালক মারা যায়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ, নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ট্রাকের নিচে চাপা পড়া মরদেহ ও পিষ্ট হওয়া মোটর সাইকেলটি 2 ঘন্টা ধরে উদ্ধার কার্যক্রম চালিয়ে ট্রাকে নিচ থেকে তাদের বের করেন।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এলাকাবাসী জানায়, সদ্য সংস্কার হওয়া সড়ক এটি। এক বছর না যেতেই বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে ও সড়কের দু পাশ ডেবে যাওয়ায় প্রায়ই এ সড়কে দূর্ঘটনা ঘটেই চলেছে। তাই দুর্ঘটনা এড়াতে সড়কের স্থায়ী সমাধান চায় এলাকাবাসী ও পথচারীগণ।

৬-৯-২১

RELATED ARTICLES

Most Popular