Friday, November 15, 2024
Homeজাতীয়প্রবাসীদের সুবিধার্থে কয়েক ঘন্টায় করোনা রিপোর্ট

প্রবাসীদের সুবিধার্থে কয়েক ঘন্টায় করোনা রিপোর্ট

নবদূত রিপোর্টঃ

বিদেশগামীদের বিমানবন্দরে কোভিড টেস্টের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই টেস্টের ফলাফল ৪-৬ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, বিদেশগামী প্রবাসী কর্মীদের সুবিধার্থে ছয় ঘণ্টায় করোনা পরীক্ষার রিপোর্ট প্রদানের জন্য বিমানবন্দরে পিসিআর ল্যাবরেটরি স্থাপন করা দরকার বলে মন্তব্য করেছিলেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মোসলেম উদ্দিন আহমেদ বলেন, করোনার রিপোর্ট পাওয়ার ছয় ঘণ্টা পরে বিমানযোগে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয় না। ফলে, অনেক বিদেশগামী কর্মীকে হয়রানির শিকার হতে হচ্ছে।

বিমানবন্দরে পিসিআর ল্যাবরেটরি স্থাপন করা হলে, প্রবাসীদের ভোগান্তি কমে আসবে।

RELATED ARTICLES

Most Popular