Friday, December 27, 2024
Homeস্বাস্থ্যকোভিডে শনাক্ত ১৩২৭, মৃত্যু হয়েছে ৪৮ জনের

কোভিডে শনাক্ত ১৩২৭, মৃত্যু হয়েছে ৪৮ জনের

নবদূত রিপোর্টঃ


গত ২৪ ঘণ্টায় কোভিড শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৭ জন। একইসাথে গত ২৪ ঘণ্টায় কোভিডে ৪৮ জনের প্রাণহানি হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট কোভিড শনাক্ত হলো ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন এবং মোট প্রাণহানি হলো ২৬ হাজার ৮৮০ জনের। গতকাল কোভিডে মৃত্যু হয়েছিল ৩৮ জনের। কোভিডে শনাক্তের হার ৭.০৩ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৮৬৯টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯২ লাখ ২১ হাজার ৬৫৯।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তির সূত্রে আরও জানা যায়, একদিনে কোভিডে থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ১৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।

এছাড়াও সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৪ জন, বরিশালে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছন।

RELATED ARTICLES

Most Popular