Monday, December 23, 2024
Homeস্বাস্থ্যশনাক্তের হার ধীরে ধীরে নিন্মমুখী হচ্ছে

শনাক্তের হার ধীরে ধীরে নিন্মমুখী হচ্ছে

নবদূত রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৯৩ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার নেমেছে ৪ দশমিক ৫৯ শতাংশ। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮১৮ জন। এখনও পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এখনও পর্যন্ত ভাইরাসের সাথে লড়াই করে সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৫ জনের মধ্যে পুরুষ ১৪ জন আর নারী ১১ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৫৯৮ জন এবং নারী ৯ হাজার ৭৯৫ জন।

RELATED ARTICLES

Most Popular