Thursday, December 26, 2024
Homeসারাদেশযশোরের অভয়নগরে ট্রেন দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রেন দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

বিলাল মাহিনী, যশোর:

যশোরের অভয়নগর উপজেলার শিল্প শহর নওয়াপাড়ায় রেল দুর্ঘটনায় জিসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত জিসান উপজেলার পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ১০ম শ্রেণীর ছাত্র।
৯ সেপ্টেম্বর ২০২১ শনিবার সকাল সাড়ে দশটার দিকে নওয়াপাড়া পৌর এলাকার আকিজ জুট মিলস্ সংলগ্ন রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত জিসানের পিতা মো: আতিয়ার রহমান পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও তার মাতা জাহানারা বেগম পদ্মপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে মোটর সাইকেল যোগে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা খায় জিসান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী জিসানকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসক ইফ্ফাত শারমিন দিপ্তী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জিসানের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কে নওয়াপাড়া স্টেশন মাস্টার মো: বুলবুল হোসেন জানান, সংবাদটি মাত্র জানলাম ১০ টার পর যশোরগামী রকেট ট্রেনের সাথে এই দূর্ঘটনাটি ঘটেছে। জিসানের মৃত্যুতে শিক্ষক পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

Most Popular