Saturday, September 21, 2024
Homeজাতীয়নজরদারির মাধ্যমে হলেও রাসেলকে ব্যবসার সুযোগ দেওয়ার দাবি

নজরদারির মাধ্যমে হলেও রাসেলকে ব্যবসার সুযোগ দেওয়ার দাবি

নবদূত রিপোর্ট:

ইভ্যালির সিইও রাসেলকে নজরদারির মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবিসহ সাত দফা দাবিতে প্রতীকী অনশন পালন করছেন ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তাবৃন্দ।

শনিবার (৯অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা।

তাদের অন্য দাবিগুলো হলো:

১. ইভ্যালির সিইও জনাব মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি দিতে হবে।

২. জনাব রাসেলকে নজরদারির মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে ব্যবসায় করার সুযোগ দিতে হবে।

৩ এসক্রো সিস্টেম চালু হওয়ার পূর্বে অর্ডারকৃত পন্য ডেলিভারি দিতে জনাব রাসেল সময় চেয়েছে আমরা তাকে সময় দিয়ে সহযোগীতা করতে চাই।

৪. বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে ইক্যাব পেমেন্ট গেটওয়ে মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন

৫. করোনা কালীন সময়ে বিভিন্ন খাতের মতো ই কমার্স প্ল্যাটফর্ম গুলোকে প্রণোদনা দিতে হবে।

৬. ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোকে বানিজ্য মন্ত্রনালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে ব্যাংক গ্যারান্টি সহ।

৭ ই কমার্স বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং লক্ষ লক্ষ কর্মসংস্থান হচ্ছে এই সেক্টরকে সরকারী ভাবে সুরক্ষা দিতে হবে।

RELATED ARTICLES

Most Popular