Monday, December 23, 2024
Homeসারাদেশযশোরে মাদকবিরোধী সমাবেশ

যশোরে মাদকবিরোধী সমাবেশ

যশোরের অভয়নগরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী পুর্বপাড়া যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২২ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনের সভাপতিত্বে বাশুয়াড়ী পুর্বপাড়া বাজার চত্বরে সমাজকর্মী রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক এস এম খায়রুল বাসার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাস্টার আমিনুর রহমান,প্রভাষক আসলাম হোসেন।

আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক নুরজালাল জুয়েল, ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইরান, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয়, রবিউল ইসলাম, কবি ও সাংবাদিক প্রভাষক বিলাল হোসেন মাহিনী, ফাউণ্ডেশনের সভাপতি রিপন তরফদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে এখনই মাদক সরবরাহকারী ও মাদকসেবিদের চিহ্নিত করে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular