নবদূত রিপোর্টঃ
যবিপ্রবির সেকশন অফিসার বিপ্লব হোসেনের স্ত্রী বাদী হয়ে স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় যবিপ্রবির অফিসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানকেও আসামি করা হয়।
যৌতুকের দাবিতে মারধর করে ভ্রুণ হত্যার অভিযোগ এনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তা বিপ্লব হোসেনের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী।
এর প্রেক্ষিত বিপ্লব হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে নোটিশ জারি করেছে যবিপ্রবি প্রশাসন।
যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়।