শিক্ষা ডেস্কঃ
যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন নেমেছি বলে জানান বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা। সেসময় তারা আরও বলেন প্রশাসন আমাদের উপর অন্যায় চাপাচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ফি কম হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক বেশি নিচ্ছে। যা মেনে নেওয়া হবে না।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তৃতীয় দিনের আন্দোলন ও অবস্থান কর্মসূচি রাখা হয়।
দাবি মেনে নিয়ে নোটিশ আকারে প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
প্রক্টর ড. রাজিউর রহমান জানিয়েছেন, উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব দুপুর ৩ টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তাদের দাবির বিষয়ে উন্মুক্ত আলোচনা করবেন।