Saturday, September 21, 2024
Homeস্বাস্থ্যসব বিভাগের রোগীরা জরুরি সেবা পাবে বিএসএমএমইউ'তে

সব বিভাগের রোগীরা জরুরি সেবা পাবে বিএসএমএমইউ’তে

নবদূত রিপোর্টঃ


বিএসএমএমইউ’তে দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এতদিন বহির্বিভাগ থাকলেও ছিল না জরুরি বিভাগ। অর্থোপেডিক, কার্ডিওলজিসহ মাত্র কয়েকটি বিভাগে জরুরি সেবা চলছিল।

আজ বিএসএমএমইউ’তে জরুরি বিভাগ চালু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ১০০ শয্যার এ বিভাগের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য জানান, আজ থেকে আমাদের সব বিভাগের রোগীরা জরুরি সেবা পাবে। রোস্টার করে ৫৬টি বিভাগের সঙ্কটাপন্ন রোগীদের এই সেবা দেওয়া হবে।

তিনি আরও জানান, আমাদের জরুরি বিভাগে ১০০টি বেড আছে, আমরা সে অনুযায়ী রোগী ভর্তি নেব। ঢাকা মেডিকেলের মত অতিরিক্ত রোগী ভর্তি নেওয়ার সুযোগ নেই এখানে।

RELATED ARTICLES

Most Popular