Monday, December 23, 2024
Homeশিক্ষাঙ্গনবিশ স্বাস্থ্য সংস্থা শিশুদের ফাইজারের ভ্যাকসিন দেবার অনুমোদন দিয়েছে

বিশ স্বাস্থ্য সংস্থা শিশুদের ফাইজারের ভ্যাকসিন দেবার অনুমোদন দিয়েছে

শিক্ষা ডেস্কঃ

আজ দেশব্যাপী ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী করা হয়। সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সেসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থী শিশুদের জন্য ফাইজার ভ্যাকসিনটি উপযুক্ত ভ্যাকসিন। এই ভ্যাকসিনের কার্যকারিতা সব থেকে বেশি পাওয়া গেছে।


পাশাপাশি বিশ স্বাস্থ্য সংস্থাও শিশুদের ফাইজারের ভ্যাকসিন দেবার অনুমোদন দিয়েছে। এ কারণে আমরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থী ১২-১৭ বছর বয়সী শিশুদেরকে এই ফাইজারের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ফাইজারের এই ভ্যাকসিন এখন পর্যন্ত দেশে ৯৬ লাখ ডোজ এসেছে। এরমধ্যে নানাভাবে এই ভ্যাকসিন ১৪ লাখ ডোজ দেওয়া হয়েছে। হাতে এখন আছে ৮২ লাখ ডোজ। খুব দ্রুতই ফাইজারের আরও ৯২ লাখ ডোজ ভ্যাকসিন চলে আসবে।

RELATED ARTICLES

Most Popular