Monday, December 23, 2024
Homeশিক্ষাঙ্গননিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন কাল

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবি ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন কাল

নবদূত রিপোর্ট:

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করবে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে দুপুর ১২টায় এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ক্যাম্পাস থেকে ভবঘুরে ও উদ্বাস্তু উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণসহ
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।


এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসাইন ঢাকা পোস্টকে বলেন, ‘ক্যাম্পাস খোলার পর থেকেই শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরণের ভূমিকা রাখছে না। আমরা দ্রুত এসবের সমাধান চাই, নিরাপদ ক্যাম্পাস চাই। এ দাবিতে আমরা আগামীকাল (মঙ্গলবার) দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছি। সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে আমরা নিরাপদ ক্যাম্পাস তৈরিতে কাজ করব।

RELATED ARTICLES

Most Popular