Friday, December 27, 2024
Homeসারাদেশযাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা প্রাণ গেল যুবকের

যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা প্রাণ গেল যুবকের

নবদূত রিপোর্টঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে তানভীর আহম্মেদ নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রাী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার গালস স্কুল পাড়ার ইকবাল হোসেনের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক কেন্দ্রে ইঞ্জিনিয়ার পদে চাকরি করতেন।

ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সকালে মোটরসাইকেলে করে রূপপুর যাচ্ছিলেন তানভীর আহম্মেদ। পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের যাত্রাী ছাউনির সামনে পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী ফুলঝড়ি পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তানভীরের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

RELATED ARTICLES

Most Popular