Friday, December 27, 2024
Homeস্বাস্থ্যডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১২৪ জন

নবদূত রিপোর্ট:

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩১ জন ভর্তি হয়েছেন।

এদের মধ্যে ৮৮ জন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৪৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কয়েক দিন ধরে চলা বৃষ্টি থেমে গেলে পানি জমে থাকার সুযোগ আছে। আর জমে থাকা পানিতেই এডিস মশার বিস্তার হয়। বাসাবাড়ি বা বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে না চললে মশার বংশবিস্তার রোধ করা যাবে না।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular