Saturday, September 21, 2024
Homeসারাদেশযশোরের বেনাপোলে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র‌্যালি

যশোরের বেনাপোলে ভারতীয় সেনাবাহিনীর সাইকেল র‌্যালি

নবদূত রিপোর্টঃ

যশোরের বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক জোরদার করতে ভারত থেকে ২০ সদস্যের সেনাবাহিনীর একটি সাইকেল র‌্যালি ভারতের পেট্রাপোল স্থল বন্দর হয়ে বাংলাদেশ বেনাপোল স্থলবন্দরে এসেছে।

রবিবার (১৪ নভেম্বর )দুপুরে র‌্যালিটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ।

র‌্যালিটি বেনাপোল চেকপোস্টে তাদের ফুল দিয়ে বরর্ণ করেন ৫৫ পদাধিক ডিভিশনের বিগ্রেডিয়ার জেনারেল হাফিজুর রহমান।

মেজর জাকারিয়া জানান, ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিম বেনাপোল আইসিপি স্থলবন্দর হয়ে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্য বিশিষ্ট একটি দল বাংলাদেশে প্রবেশ করেছেন ।
ভারতীয় সেনাবাহিনীর সিনিয়র হিসেবে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল দীনেশ চন্দ্র শিং কল্যাণ।

সেনাবাহিনীর দলটি সাইকেলিং করে বেনাপোল থেকে যশোর সেনানিবাসে গমন করছে। সেনাবাহিনীর এই দলটি যশোর সেনানিবাস গমন করে সাইকেলিং করে১৯তারিখে দর্শনা স্থলবন্দর হয়ে নিজ দেশে গমন করবেন।

বাংলাদেশী ২০ সদস্যের সাইকেলিং দলের নেতৃত্বে রয়েছেন বিগ্রেডিয়ার কমান্ডার বিএ- ৫০৩৪ জেনারেল হাফিজুর রহমান।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular