Monday, December 23, 2024
Homeবাণিজ্যলক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানিতে আয় ১ হাজার ৯৭৯ কোটি ডলার

লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানিতে আয় ১ হাজার ৯৭৯ কোটি ডলার

বানিজ্য ডেস্কঃ

চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭৪৭ কোটি ২০ লাখ ডলার। এর বিপরীতে আয় হয়েছে ১ হাজার ৯৭৯ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৫৯২ কোটি ৩৫ লাখ ডলার।

পোশাক রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) রপ্তানি আয় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ২৯ শতাংশ।

এছাড়াও একক মাস হিসেবে সবশেষ নভেম্বর মাসে রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ৩১ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ হালনাগাদ অনুযায়ী এসব তথ্যে জানা যায়।

প্রধান রপ্তানি পণ্য পোশাক খাতের রপ্তানি আয় ভাল হওয়ায় রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

RELATED ARTICLES

Most Popular