Friday, December 27, 2024
Homeশিক্ষাবিশ্বসেরা গবেষক র‍্যাংকিংয়ে নোবিপ্রবির ১১ শিক্ষক

বিশ্বসেরা গবেষক র‍্যাংকিংয়ে নোবিপ্রবির ১১ শিক্ষক

ক্যাম্পাস ডেস্ক:

বিশ্বসেরা গবেষক র‍্যাংকিং ২০২২ এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) এর ১১ গবেষক স্থান পেয়েছেন।র‍্যাংকিংটি এডি সায়েন্টিফিক ইন্ডেক্স প্রকাশ করেছে যাতে বাংলাদেশের ১৮৬৩ জন গবেষক স্থান পেয়েছে।

আজ(১১ডিসেম্বর ) এ বিষয়ে এডি সায়েন্টিফিক ইন্ডেক্স এর ওয়েবসাইট থেকে জানা যায়।র‍্যাংকিংয়ে বিশ্বের ২১২ টি দেশের মোট ৭ লক্ষ ১১ হাজার ৫৬৮ জন গবেষকের তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় স্থান প্রাপ্ত নোবিপ্রবির গবেষকদের মধ্যে ফিমস বিভাগের ১ জন,ফার্মেসী বিভাগের ৪ জন,
অণুজীববিজ্ঞান বিভাগের ১ জন,এসিসিই বিভাগের ১ জন,ওশেনোগ্রাফি বিভাগের ১ জন,ইইই বিভাগের ১ জন,ইএসডিএম বিভাগের ১ জন,বিবিএ বিভাগের ১ জন রয়েছেন।

নোবিপ্রবির গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন ফিমস বিভাগের অধ্যাপক ড.মো.বেলাল হোসেন,২য় ফার্মেসী বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ শফিকুল ইসলাম,৩য় ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড.শহীদ সারোয়ার,৪র্থ ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড.আব্দুল মমিন সিদ্দিক,৫ম অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ,
৬ষ্ঠ স্থানে রয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুর রশিদ,
৭ম স্থানে রয়েছেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ আবদুস সালাম,৮ম স্থানে রয়েছেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক অভিজিত দাশ,৯ম স্থানে রয়েছেন বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল কাইয়ুম মাসুদ,১০ম স্থানে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.হাসানুজ্জামান,১১তম স্থানে এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইন্ডেক্স, আইটেন ইন্ডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে ১২ টি ক্যাটাগরিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইন্ডেক্স।

বাংলাদেশের ১৮৬৩ জন গবেষকের মধ্যে নোবিপ্রবির গবেষকদের অবস্থান ১১০ তম ফিমস বিভাগের অধ্যাপক ড.মো.বেলাল হোসেন,১৫৭তম
ফার্মেসী বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ শফিকুল ইসলাম,২২৭ তম ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড.শহীদ সারোয়ার,৪৫০ তম ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড.আব্দুল মমিন সিদ্দিক,৪৭৮ তম অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।


৫৯৬ তম ইইই বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুর রশিদ,৭৭৯ তম ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ আবদুস সালাম,৮২৪ তম
ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক অভিজিত দাশ,৮৫৮ তম বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল কাইয়ুম মাসুদ,১৪২৫ তম ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.হাসানুজ্জামান এবং ১৬৫৭ তম এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম।

RELATED ARTICLES

Most Popular