Thursday, December 26, 2024
Homeসারাদেশযশোরের ভৈরব সেতুতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

যশোরের ভৈরব সেতুতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

নবদূত রিপোর্টঃ

যশোরের ভৈরব সেতুতে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে সাব্বির শেখ (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
১৩ ডিসেম্বর সোমবার বিকালে অভয়নগর উপজেলার ভৈরব সেতুর ওপর এ দূর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসীরা জানান, সেতুর ওপর মিনি পিকআপের সাখে মুখোমুখি সংঘর্ষে উপজেলার দেয়াপাড়া গ্রামের হান্নান শেখের ছেলে সাব্বির শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তাসনিয়া রহমান হিয়া জানান, সাব্বিরের অবস্থা অশংকাজনক হওয়ায় তাকে খুলনায় স্থানান্তরিত করা হয়। রাত সাড়ে ৭টার সময় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান কলেজ ছাত্র সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular