Friday, November 15, 2024
Homeসারাদেশবুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক

বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক

নবদূত রিপোর্টঃ

যথাযোগ্য মর্যাদায় সরকারি শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়া কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে টুঙ্গিপাড়া কলেজের পতাকা দণ্ডের স্তম্ভের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। একই সাথে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

পতাকা উত্তোলন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপরে শিক্ষক পরিষদের হলরুমে ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের উপাধ্যক্ষ মনি মোহন অধিকারী, বাংলা বিভাগীয় প্রধান মিজানুর রহমান, পরিসংখ্যান বিভাগীয় প্রধান জিয়াউল হক, ইংরেজি বিভাগের প্রভাষক পার্থ বিশ্বাস, কৃষিশিক্ষা বিভাগীয় প্রধান প্রভাষক প্রদীপ কুমার বিশ্বাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ অত্র কলেজের রোভার স্কাউট বিএনসিসি সদস্যগণ।

RELATED ARTICLES

Most Popular