বানিজ্য ডেস্কঃ
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রার্দুভাব ও বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী।
দেশিয় মার্কেটেও পাকা স্বর্ণের দাম নিম্নমুখী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে দেশের বাজারে স্বর্ণের দাম ভরি প্রতি ১ হাজার ১৬৬ টাকা কমানো হলো। ফলে বর্তমানে দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়ালো ৭৩ হাজার ১৬৮ টাকা।
গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম নির্ধারণের কথা জানা যায়।