ক্যাম্পাস ডেস্ক:
শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রায় দুই শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূণ্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে। এই হত্যাকান্ডে বাঙালির অপূরণীয় ক্ষতি হয়ে যায়। একাত্তরের পাকবাহিনীদের সহায়তাকারী ঘাতক দালারেরা এখনও ঘুরে বেড়াচ্ছে এবং তারা হীন ষড়যন্ত্রে লীপ্ত আছে।’
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ কর্মী আকলিমা আক্তার এশা, আক্তারুজ্জামান সোহেল, মাহবুবুল হক রাফা, আজিজুর রহমান লিলু, রতন বিশ্বাস, হাবিবুর রহমান লিটন, এনামুল হক এনাম, আব্দুর রহমান ইফতি, আলম শেখ প্রমুখ।