Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনবিজয়ের সাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিজয়ের সাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক:

বিজয় মানেই আনন্দ, অন্যরকম অনুভূতি। আর তা যদি হয় একটা সমগ্র দেশ,গোটা জাতির তাহলে তো বলার অপেক্ষা থাকে না, এর সাথে কতটুকু আবেগ জড়িয়ে থাকে। এই আনন্দ, ভালোবাসা,আবেগ-অনুভূতিকে কেন্দ্র করে সারাদেশেই পালিত হচ্ছে নানা কর্মসূচি। প্রতিবারের ন্যায় এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই আনন্দে শামিল হয়েছে,উদযাপিত হয়েছে বিশেষ কর্মসূচি।

মহান বিজয় দিবস উপলক্ষে জগ্ননাথ বিশ্ববিদ্যালয় সেজেছে নতুনরূপে।লাল-সবুজের সমারূহে ভরে গেছে চারিধার। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শান্ত চত্বর, ভাষা শহিদ রফিক ভবন,শহীদ মিনার,অবকাশ ভবন,ভিসি ভবন আলোক সজ্জায় সেজেছে।


এ বিষয়ে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র মাসুদ বলেন,”গতবছর করোনা পরিস্থিতির জন্য আমরা অনেকেই উপস্থিত থাকতে না পারলেও, এবার আমরা সবাই একসাথে বিজয়ের আনন্দে অংশীদার হতে পারছি,তাই অনেক আনন্দে হচ্ছে।”

RELATED ARTICLES

Most Popular