Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনবিজয়ের সুবর্ণজয়ন্তীতে বর্ণিল সাজে জাককানইবি

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বর্ণিল সাজে জাককানইবি

ক্যাম্পাস ডেস্ক:

বিজয়ের ৫০ বছরকে বরণ করে নিতে নানা রঙে সেজেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাস। এ যেন এক আলোর ক্যাম্পাস। জোনাকির মত ছোট ছোট বাতিগুলো থেকেই ছড়াচ্ছে রঙিন আলোর দ্যুতি।

গত বুধবার (১৫ ডিসেম্বর) সূর্য ঢলে পড়ার পর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে জ্বলে ওঠে লাল-সবুজ আলো। আলোকসজ্জায় রঙিন ক্যাম্পাস যেন পরিণত হয়েছে একখণ্ড লাল সবুজের পতাকায়।

বিভিন্ন রঙের আলোকসজ্জায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। সন্ধ্যা থেকেই ক্যাম্পাস ঘুরে ঘুরে বর্ণিল আলোকসজ্জা দেখে বেড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। মনকড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ সবাই। ঘুরে দেখার পাশাপাশি আবার অনেকে সুন্দর এ দৃশ্য ক্যামেরায় ধারণ করছেন।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, গ্রন্থাগার ভবন, মূল ফটক, সড়কে দু’পাশে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ গাছের ডালে ডালে,সকল
ভাস্কর্যে লাল-সবুজসহ বিভিন্ন রঙের আলোকসজ্জা শোভা পাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular