Monday, December 23, 2024
Homeসারাদেশযশোরের অভয়নগরে বিট পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে বিট পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নবদূত রিপোর্টঃ

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী আলিম মাদরাসা ময়দানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে হাফেজ মাওলানা মনিরুল ইসলামের কোরআন তেলাওয়াত ও রবিন ঢালীর গীতা পাঠের মাধ্যমে বাশুয়াড়ী ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)সাইফুল ইসলাম।

সভায় বক্তাগণ আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৭ নং শুভরাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার অভয়নগর থানার অফিসার ইনচার্জ কে এম শামীম হাসান, পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল বাশার, ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাস্টার আমিনুর রহমান, সাংবাদিক মেহেদী হাসান ইরান, কবি ও সাংবাদিক প্রভাষক বিলাল মাহিনী।

আরো উপস্থিত ছিলেন মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী গোলাম কুদ্দুস টিপু,ঘোড়া প্রতীকের প্রার্থী কামাল ফারাজী, আনাররস প্রতীকের এবিএম জাকির হোসেন, হাতপাখা প্রতীকের জাকারিয়া হুসাইন,নৌকা প্রতীকের প্রতিনিধি মাহমুদ হাসান লিটন,সদস্য প্রার্থী রবিন্দ্রনাথ ঢালী,চন্দনা বাগচী,বীর মুক্তিযোদ্ধা জি এম গোলাম কিবরিয়া প্রমুখ।

বিলাল মাহিনী
যশোর

RELATED ARTICLES

Most Popular