Saturday, December 28, 2024
Homeসারাদেশতদন্তে লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণ হলে আইনগত ব্যবস্থা

তদন্তে লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণ হলে আইনগত ব্যবস্থা

নবদূত রিপোর্টঃ

আজ শনিবার সকালে ঝালকাঠি লঞ্চঘাটে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শনে আসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।


সেসময় সাবেক এ নৌমন্ত্রী লঞ্চের ইঞ্জিন রুমসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

তিনি সাংবাদিকদের জানান, ইঞ্জিন রুমের ত্রুটি থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখনও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণ হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়াও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও দুর্ঘটনার ব্যাপারে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক তোফায়েল আহমেদও পোড়া লঞ্চটি পরিদর্শনে আসেন।

RELATED ARTICLES

Most Popular