Thursday, December 26, 2024
Homeসারাদেশলঞ্চে ২০টি অগ্নিনির্বাপণ যন্ত্র থাকার কথা থাকলেও পাওয়া গেছে ৪টি

লঞ্চে ২০টি অগ্নিনির্বাপণ যন্ত্র থাকার কথা থাকলেও পাওয়া গেছে ৪টি

নবদূত রিপোর্টঃ


লঞ্চে ২০টি অগ্নিনির্বাপণ যন্ত্র থাকার কথা থাকলেও পাওয়া গেছে ৪টি জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান। নিখোঁজদের সন্ধানে আজও সুগন্ধা নদীতে চলছে ডুবুরি দলের উদ্ধার অভিযান।

এদিকে এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় মৃতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ এবং গুরুতর আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রিট করা হয়েছে হাইকোর্টে।


আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular