Saturday, September 21, 2024
Homeফিচারবুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের জন্মদিন আজ

বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের জন্মদিন আজ

ছাত্রলীগের হাতে মির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ জন্মদিন আজ।

১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মো. বরকত উল্লাহ এবং মায়ের নাম রোকেয়া খাতুন। কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং পরে কুষ্টিয়া জিলা স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। ৩১ মার্চ এ তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে, দেশের মাটি, পানি রক্ষার যুদ্ধে আবরার ফাহাদ ছিলেন প্রথম শহীদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

নবদূত/রাফি আরিয়ান

RELATED ARTICLES

Most Popular