Friday, December 27, 2024
Homeশিক্ষাঙ্গনবিভাগীয় প্রধানের অপসারণ ও শাস্তির দাবিতে ফের আমরণ অনশন

বিভাগীয় প্রধানের অপসারণ ও শাস্তির দাবিতে ফের আমরণ অনশন

শিক্ষা ডেস্কঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের অপসারণ ও শাস্তির দাবিতে আমরণ অনশনে বসেছে শিক্ষক-শিক্ষার্থীরা।

অনশনরত শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, অর্থনীতি বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই সেশনজটমুক্ত ও আইকিউএসি রেটিংয়ে প্রথম স্থানপ্রাপ্ত বিভাগ ছিল। কিন্তু জনি পারভীন বিভাগীয় প্রধান হওয়ার পর থেকে তার লাগাতার অনুপস্থিতি ও অসহযোগিতার কারণে বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটে পড়েছে।

করোনাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অনলাইনে ক্লাস চালু করলেও তিনি দেড় বছরেরও বেশি সময় বিভাগে কোনো সভা আহ্বান করেননি। বর্তমান বিভাগীয় প্রধানকে অপসারণ করার জন্য দীর্ঘ এক মাস থেকে আন্দোলনের পর উপাচার্যের পক্ষ থেকে বিষয়টি অতিদ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও কোনো সুরাহা না করায় আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

আজ রোববার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। পরে বিকেল ৪টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

RELATED ARTICLES

Most Popular