Monday, December 23, 2024
Homeশিক্ষাঙ্গনফেব্রুয়ারিতে ভয়াবহ রুপ নেবে করোনাভাইরাস: ড. বিজন

ফেব্রুয়ারিতে ভয়াবহ রুপ নেবে করোনাভাইরাস: ড. বিজন

ক্যাম্পাস ডেস্কঃ

বিশিষ্ট অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, ‘বাংলাদেশে করোনাভাইরাস আবারও ভয়াবহ রুপ ধারণ করতে পারে৷ ফেব্রুয়ারি মাসেই বাড়তে পারে ভাইরাসের সংক্রমণ’

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অণুজীব বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক আরও বলেন, ‘করোনার বর্তমান অবস্থা প্রতিরোধে আমি লকডাউনের পক্ষপাতী নই। সংক্রমণ এড়াতে স্বাস্থ্য সচেতনতাকে বেশি গুরুত্ব দিতে হবে।’

বুধবার (১২ জানুয়ারি) গবির আইকিউএসি কক্ষে কোভিড-১৯ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে এবং সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চ বিভাগের উদ্যােগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

RELATED ARTICLES

Most Popular