Monday, December 23, 2024
Homeশিক্ষাঙ্গনটিএসসির কাওয়ালীতে সাদ্দামের নেতৃত্বে ছাত্রলীগের হামলা, ভাংচুর

টিএসসির কাওয়ালীতে সাদ্দামের নেতৃত্বে ছাত্রলীগের হামলা, ভাংচুর

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কাওয়ালী অনুষ্ঠানে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা আয়োজকদের উপর হামলা করে এবং স্টেইজ ও চেয়ার ভাংচুর করে। আজ বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়।

আয়োজকদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা এই হামলা চালায়। এতে বেশ কয়েকজন বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।

তারা জানান, গত সপ্তাহে তারা টিএসসির পরিচালক আকবর হোসেনের অনুমতি নেয়। এরপর তাদের কার্যক্রম শুরু করে। আজ দিনের মধ্যে স্টেইজের কার্যক্রম সম্পন্ন করলেও বিকেলে সাউন্ড সিস্টেমের কাজ শুরু করার কথা ছিল। কিন্তু সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা তৈয়েব জানান, সাদ্দাম হোসেন তাকে নিষেধ করেন। পরে তারা অন্য জায়গা থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনে। এর আগেই সাদ্দাম হোসেনের অনুসারী বিভিন্ন হলের নেতাকর্মীরা এসে অনুষ্ঠানে হামলা করে। এতে তাদের বেশ কয়েকজন আহত হন।

আয়োজকদের অন্যতম হুজাইফা বলেন, আজকে আমরা কাজ শুরু করার আগে টিএসসির পরিচালক আকবর তাদেরকে জানান, সাদ্দাম ফোন দিয়ে এই প্রোগ্রাম করতে নিষেধ করেছে। তিনি আমাদের সাদ্দামের সঙ্গে কথা বলতে বলেন। পরে সাদ্দাম বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরকে দিয়েও অনুষ্ঠানটি না করতে চাপ প্রয়োগ করে। যদিও আমরা প্রোগ্রামটি করার চেষ্টা করি। সাদ্দাম হোসেন কোনভাবে প্রোগ্রামটি বাতিল করতে না পেরে তার পোলাপানকে দিয়ে হামলা করায়।

অভিযোগের বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, আমি এ বিষয়ে অবগত নই। যদিও, এর আগে সাদ্দামের অনুসারীদের একটি ম্যাসেন্জার গ্রুপে এই প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করা হয়। সেখানে তার গ্রুপের জুনিয়র পোলাপানদের টিএসসিতে না যাওয়ার নির্দেশনা দেওযা হয়। একই সঙ্গে তিনি সবাইকে আয়োজকদের ছবি দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, কারা হামলা চালিয়েছে জানিনা। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। 

RELATED ARTICLES

Most Popular