Friday, November 22, 2024
Homeবাণিজ্যচালের দাম শিগগিরই স্বাভাবিক ও স্থিতিশীল হবে

চালের দাম শিগগিরই স্বাভাবিক ও স্থিতিশীল হবে

বানিজ্য ডেস্কঃ

ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সেসময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী বলেন চালের দাম শিগগিরই স্বাভাবিক ও স্থিতিশীল হবে।

তিনি বলেছেন, বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের নিকট খাদ্যের মজুত রয়েছে ২০ লাখ টন, যা যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। আগামীকাল বৃহস্পতিবার থেকে উপজেলা পর্যায়ে ওএমএস শুরু হবে। এদিকে এপ্রিল মাসেই নতুন চাল বাজারে আসবে। সুতরাং চালের দাম শিগগিরই স্থিতিশীল ও স্বাভাবিক হবে।


চালের দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী বলেন, সম্প্রতি দেশে চালের দাম কিছুটা অস্থিতিশীল ও ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজারেও খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, খাদ্য সচিব  ড. মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular