Saturday, December 28, 2024
Homeশিক্ষাঙ্গনববিতে সশরীরের পরীক্ষা চলবে, খোলা থাকবে হল

ববিতে সশরীরের পরীক্ষা চলবে, খোলা থাকবে হল

ক্যাম্পাস ডেস্কঃ

শিক্ষার্থীদের সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখার কথা চিন্তা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) সশরীরে পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।

আজ শনিবার সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে, ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল,ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে। মিডটার্ম পরীক্ষা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন হবে পরবর্তীতে মিডটার্ম বিষয়ে বিভাগ সিদ্ধান্ত নিবে।

এছাড়াও আবাসিক হলসমূহ খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরীক্ষা রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের জন্য পরিবহন সেবা চালু থাকবে। প্রথম বর্ষ ভর্তি কার্যক্রম যথারীতি চলবে প্রথম বর্ষ ক্লাস কার্যক্রমের বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে।

এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি প্রজ্ঞাপন ও শিক্ষার্থীদের সমস্যাগুলো মাথায় রেখে ও শিক্ষাকার্যক্রম চালু রাখার জন্য একাডেমিক কাউন্সিলে এ সকল সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয় বলে উল্লেখ করেন।

RELATED ARTICLES

Most Popular