Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনশাবি শিক্ষার্থীদের সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাবি শিক্ষার্থীদের সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নবদূত রিপোর্ট:

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষার্থী। 

শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘শাবিপ্রবির সাথে ঢাবির সংহতি’ ব্যানারে সকাল ১০টা থেকে অবস্থান করছেন তারা।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলার বিচারসহ শাবিপ্রবি শিক্ষার্থীদের সকল দাবির প্রতি সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তারা।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জাবির আহমেদ জুবেন, ফার্মেসি বিভাগের ৫ম বর্ষের শিক্ষার্থী আরাফাত সাদ, আইন বিভাগের ৩য় বর্ষ কাজী রাকিব, মৃত্তিকা, পানি ও পরিবেশে বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জেসান অর্ক মারান্ডি, রাষ্ট্রবিজ্ঞান ২য় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান, একাউন্টিং বিভাগের মাস্টার্সের মাহির শাহারিয়ারকে অবস্থান করতে দেখা গেছে।

আরাফাত সাদ বলেন, শাবি ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে অনশন কর্মসূচি করছে। যার কারণ শিক্ষার্থীদের উপর ভিসির নির্দেশে পুলিশি হামলা চালানো হয়েছিলো। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা খুবই কম রয়েছে। আমরা যা একাত্তর পূর্ববর্তী পাকিস্থানি শাসনামল ও এরশাদ শাসনামলে স্বৈরাচারী কর্মকান্ড দেখেছি। কিন্তু বর্তমান সরকারের শাসনামলেও একই কর্মকান্ড আমাদের দেখতে হচ্ছে। যতদিন পর্যন্ত শাবিপ্রবির শিক্ষার্থীদের দাবি আদায় হচ্ছে না ততদিন পর্যন্ত তাদের সাথে সংহতি জানিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেসান অর্ক মারান্ডি বলেন, একদিকে আমাদের ভাই-বোনেরা পথের ধারে মৃত্যুর ঝুকিতে কাতরাচ্ছে সেখানে স্বৈরাচারী ভিসি ঠিকই তার অবস্থানে অনড়। ২৪ জন শিক্ষার্থী আজ তিনদিন ধরে অনশনে আছে কিন্তু সরকার ও প্রশাসনের কোনো পদক্ষেপ এখনও পর্যন্ত দেখা যায়নি। আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আর শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষন করছি।এই আন্দোলন দাবি আদায় না হওয়া অব্দি অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

Most Popular