Thursday, December 26, 2024
Homeরাজধানীরাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিমেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিমেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষার্থী হিমেল হত্যার বিচার চাই, নিরাপদ সড়ক চাই প্রতিবাদে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে মানববন্ধন করেন ঢাকায় অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা।

বক্তারা জানান, বাংলাদেশের কোন সড়কই এখন নিরাপদ না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে মানুষ হতে এসে লাশ হয়ে ফিরতে হবে তা কখনো মেনে নেয়া যায় না। সড়কে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসে পড়াশোনা করতে এসে কোন শিক্ষার্থীদের মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। তাই অবিলম্বে নিরাপদ সড়কের দাবি মেনে নিতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিমেলের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

এ সময় বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ বিন রনি, আরেফিন ফরহাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউসুফ আলী, ৭কলেজ রিদওয়ান আবির হোসেন, সাদ, শিমুল, একে আলামিন প্রমূখ।

RELATED ARTICLES

Most Popular