Thursday, December 26, 2024
Homeসারাদেশ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নবদূত রিপোর্টঃ

দীর্ঘ ২২ বছর পর লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মহুবর রহমান (৪৮)।

বুধবার (২ ফেব্রুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক।

এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) মধ্যরাতে রংপুর শহরের বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।

গ্রেফতার মহুবর রহমান আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চর গোবর্দ্ধন গ্রামের মনসুর আলীর ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক জানান, গরু ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষে ১৯৯৯ সালের ২৭ মে স্থানীয় আফজাল হোসেন নামে একজনকে ছুরি দিয়ে হত্যা করা হয়। ওই দিনই কাচু শেখ বাদি হয়ে এ ঘটনায় আদিতমারী থানায় একটি হত্যা মামলা (নং ৮) দায়ের করেন। এ মামলায় মহুবর রহমানকে প্রধান ও তার বাবা মনসুর আলীকে হুকুমের আসামী করা হয়। ঘটনার দিনই এলাকা থেকে পালিয়ে যান প্রধান আসামী মহুবর রহমান। একই সালের ২ সেপ্টেম্বর তাদের বাবা ছেলেকে অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালিন আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুল হক।

এ মামলায় ২০০৩ সালে প্রধান আসামী মহুবর রহমান ও তার বাবাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত। বাবা মনসুর আলী গ্রেফতার থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। তিনি ১৪ বছর সাজা ভোগ করলে সরকার তার বাকী সাজা মওকুফ করেন। এ মামলায় প্রধান আসামী মহুবর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।

ঘটনার দিন থেকে পলাতক থাকা মহুবর রহমান দীর্ঘ ২২ বছর কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় শরীরের গঠন পরিবর্তন করে দিনমজুরের কাজ করে আত্নগোপন থাকেন। যার কারনে দীর্ঘ দিন ধরে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

৬ মাস আগে তার গ্রেফতারী পরোয়ানা পেয়ে আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন তাকে গ্রেফতারের অনুসন্ধান চালান। কুমিল্লা শহরের বাসিন্দা এসআই জয়নাল আবেদীন কুমিল্লার চৌদ্দগ্রামে সোর্স নিয়োগ করে আসামী মহুবর রহমানের অবস্থান জানতে পারেন। পুলিশের অভিযান বুঝতে পেয়ে গত মাসে কুমিল্লা শহর ছেড়ে আবারও শরীরের গঠন পরিবর্তন করে রংপুরে শহরের বস্তিতে বসতি গড়ে তুলেন আসামী মহুবর রহমান। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রংপুরের পুলিশের সহায়তা নিয়ে মহুবর রহমানকে গ্রেফতার করেন এসআই জয়নাল আবেদীন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলের মধ্যে গ্রেফতার মহুবর রহমানকে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।

RELATED ARTICLES

Most Popular