Thursday, December 26, 2024
Homeশিক্ষাঙ্গনবেরোবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরীর যোগদান

বেরোবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর চৌধুরীর যোগদান

শিক্ষা ডেস্কঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নবনিযুক্ত রেজিস্ট্রার হিসেবে কর্মস্থলে যোগদান করেছেন প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী।

আজ রবিবার (০৬ ফেব্রুয়ারি, ২০২২) রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী শিক্ষাজীবনে বিএসসি ইঞ্জিনিয়ার (সিভিল) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি কর্মজীবনে সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রকৌশলী, ইউএনডিবিতে সিভিল ইঞ্জিনিয়ারি স্পেশালিস্ট, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬ বছর ধরে প্রধান প্রকৌশলী এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ ও বিদেশে তিনি বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আবু হেনা মোস্তাফা কামালের নিয়োগের মেয়াদ গত ০৫ জানুয়ারি ২০২২ তারিখে শেষ হওয়ায় সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের ৮৪তম সভায় প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular