Thursday, December 26, 2024
Homeঅপরাধকুলাউড়ায় শিশুকে ধর্ষনের অভিযোগ

কুলাউড়ায় শিশুকে ধর্ষনের অভিযোগ

নবদূত রিপোর্টঃ

কুলাউড়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হোসাইন আহমদ (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কর্মধা থেকে ধর্ষক হোসাইনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি শিশুটি বসতঘরের পেছনে একা খেলাধুলা করছিল। এ সুযোগে হোসাইন ঐ শিশুকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হোসাইন দৌড়ে পালিয়ে যান। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজারের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে হোসাইন আহমদকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করলে এসআই পরিমল চন্দ্র দাস কর্মধার পাট্টাই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক হোসাইনকে গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, ধর্ষক হোসাইনকে গ্রেপ্তার করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ জুবায়ের আহমেদ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

RELATED ARTICLES

Most Popular