Friday, December 27, 2024
Homeশিক্ষাঙ্গনডাকসু নির্বাচন চেয়ে ঢাবিতে দেয়াল লিখন

ডাকসু নির্বাচন চেয়ে ঢাবিতে দেয়াল লিখন

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চেয়ে বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, শামসুন্নাহার হল, ফুলার রোডসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ‘ডাকসু নির্বাচন চাই’ লেখা এসব চিত্র দেখা যায়।

তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠাকালীন সময় থেকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে সর্বোচ্চ সরব ছিলো। ডাকসু শিক্ষার্থীদের অধিকার।  ডাকসুর মেয়াদ শেষ হলেও এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীকে। আমরা এই জন্য ডাকসুর অধিকারের পক্ষে সচেতনা তৈরি করতে এবং ডাকসু নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে দেয়াল লিখনের কর্মসূচি হাতে নিয়েছি।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব বলেন, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেওয়াল লিখন কর্মসূচি গ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখনে শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরা হয়েছে, ডাকসু নির্বাচন চাই, গেস্টরুম গণরুম নির্যাতন বিরোধী আইন চাই। ডাকসুসহ সকল বিশ্ববিদ্যালয়-কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা।

RELATED ARTICLES

Most Popular