Saturday, September 21, 2024
Homeসারাদেশযশোরে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা ও সাহিত্য আড্ডা

যশোরে দুই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা ও সাহিত্য আড্ডা

বিলাল মাহিনী, যশোর :


যশোরের কেশবপুরে দই বাংলার কবি সাহিত্যিকদের মিলন মেলা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গান, কবিতা, সাহিত্যের পশরা ছিলো আয়োজনের মুল বিষয়বস্তু। বৃহস্পতিবার বিকালে কেশবপুর পৌরসভা মিলনায়তনে এ সাহিত্য আয়োজন দুই বাংলার কবিদের মিলন মেলায় পরিণত হয়।
কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ও হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন, বাচিক শিল্পী ও নজরুল চর্চা কেন্দ্রের সহ-সভাপতি স্বপন ভট্রাচার্য, নজরুল চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শিক্ষক শাহজাহান মণ্ডল, সংগীত শিক্ষক দেবযানী চট্টোপাধ্যায়, প্রভাষক মিনহাজ হোসেন ও অনিরুদ্ধ মণ্ডল।

এছাড়াও মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক কবি মুহাম্মদ শফি, ব্যাংকার কবি খসরু পারভেজ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী উজ্জল ব্যানার্জী, সাগরদাঁড়ি কলেজের শিক্ষক কানাই লাল ভট্রাচার্য, শিশু সংগঠক খেলাঘর আসরের সভাপতি আবদুল মজিদ, তাপস মজুমদার, উদীচী কেশবপুর শাখার সভাপতি অনুপম মোদক ও সাধারণ সম্পাদক নিমাই চাদ নন্দন প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular