Saturday, September 21, 2024
Homeসারাদেশপটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা, আহত ৫

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা, আহত ৫

নবদূত রিপোর্ট:

পটুয়াখালী‌তে বিএন‌পির বিক্ষোভ সমাবেশে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৫ নেতা আহত হয়েছেন।

বুধবার (০২ মার্চ) সকাল ১০টায় শহরের বনানীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ ঘটে।

আহতরা হলেন- সদর থানার আহ্বায়ক কাজী মাহবুব, জেলা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল, ছোট বিঘাই মোস্তফা আকন, থানা ছাত্রদলের আহ্বায়ক পৌর যুবদলের মজনু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। এতে অনন্তপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বলেন, এটা বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারণে হতে পারে। হামলার সঙ্গে জেলা আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।

RELATED ARTICLES

Most Popular