Saturday, September 21, 2024
Homeসারাদেশরূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

নবদূত রিপোর্টঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানা শ্রমিকরা জানান, খাতুন এলাকায় অবস্থিত সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। রাত নয়টার দিকে কারখানার নিটিংস সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যায়।

পরে তারা চিৎকার শুরু করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসে এবং আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

ডেমরা, কাঞ্চন, নারায়ণগঞ্জ হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে আসছে।

রাত দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, হয়তো ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন।

RELATED ARTICLES

Most Popular