নবদূত রিপোর্টঃ
পঙ্ক্তি’র আয়োজনে এক ঝাঁক নবীন প্রাণকে সঙ্গে নিয়ে হতে যাচ্ছে নিয়মিত চতুর্মাসিক আবৃত্তি ‘কবিতায় কথা’র তৃতীয় আসর ও ‘সৃষ্টি সুখের উল্লাসে’ আবৃত্তি সন্ধ্যা।
শনিবার (২৬ মার্চ) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, যারা আবৃত্তিকে ভালোবেসে যুক্ত হয়েছিল পঙ্ক্তি’র কর্মশালায় তাদেরকে নিয়েই শনিবার (২৬ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত হতে যাচ্ছে আবৃত্তি সন্ধ্যা। যেখানে থাকবেন নতুন ও পুরাতন আবৃত্তি শিল্পীদের এক মিলন মেলা।
এই সংগঠনটি করোনার সময় অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত ভাবে আবৃত্তি অনুষ্ঠান আয়োজন করেছেন। তবে করোনার পর পঙ্ক্তি’র নিয়মিত চতুর্মাসিক আবৃত্তি ‘কবিতায় কথা’র তৃতীয় আসর ও ‘সৃষ্টি সুখের উল্লাস’ নিয়ে আবারও তারা ফিরে এসেছেন মঞ্চে।
এই সংগঠনটি আমাদের। তাই সবার কাছে নিউজটি প্রকাশ করার জন্য অনুরোধ করা হলো।