Wednesday, December 25, 2024
Homeসারাদেশমহান স্বাধীনতা দিবস উপলক্ষে হেল্প'র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হেল্প’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

নবদূত রিপোর্টঃ

‘স্ব-ইচ্ছায় করলে রক্তদান, বাঁচতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালমনিহাটের হাতীবান্ধায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন Help। এ সময় প্রায় ৪ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

শনিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাতীবান্ধা এস এস সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, Help’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, কার্যনির্বাহী কমিটির সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক শাকিলুজ্জামান শাকিল সহ আরও অনেকে।

RELATED ARTICLES

Most Popular