Friday, December 27, 2024
Homeসারাদেশগোপালগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ৩ কলেজ ছাত্র নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ৩ কলেজ ছাত্র নিহত

নবদূত রিপোর্টঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চাপায় তিন কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার গোপালগঞ্জ-পয়সারহাট মহাসড়কের সিকির বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ উত্তরপাড়া এলাকার লাবু শেখ এর ছেলে রুদ্র মাহামুদ (২০), একই উপজেলার উলাহাটি এলাকার ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামের নওশের শেখ এর ছেলে নাঈম শেখ (২২)।

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর একটি কাভার্ড ভ্যান সিকির বাজার মোড়ে পৌঁছালে মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী রুদ্র মাহমুদ ও মুরাদ গাজী নিহত হয়। এসময় নাঈম শেখকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে নাঈম শেখের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রুদ্র মাহমুদ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী একই কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ।
এ ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওই কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular