Friday, November 15, 2024
Homeশিক্ষাসকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি

নবদূত রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিত জানিয়েছেন এইচএসসি ২০২০ ব্যাচের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আজ এখানে উচ্চশিক্ষার অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি। শুধু ২০২০ ব্যাচের জন্য না, আমরা যাতে পরবর্তী সবার জন্য এই অধিকার নিশ্চিত করতে পারি সে লক্ষ্যেই দাঁড়িয়েছি। আমাদের কাজ ন্যায্য বলে মনে হলে বিবেকবানরা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আমাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলে তারা বলেছেন আমরা আবেগের ভিত্তিতে এই আন্দোলন করছি। অথচ আমরা শুধু পরীক্ষার সুযোগ চাচ্ছি, যেটা আবেগ নয় বরং অধিকার।’

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শিক্ষার্থীবান্ধব। শিক্ষামন্ত্রীও আমাদের পক্ষে মত দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অনেকবার গিয়েছি, কোনো কাজ হয়নি।  আজকের আমাদের কর্মসূচী সরকারকেন্দ্রীক। আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এটি যদি বাস্তবায়ন হয় তাহলে দেশের সকল শিক্ষার্থী লাভবান হবে।’

এসময় দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তারা বলেন,
‘আমাদের দেশে শিক্ষিত করার জন্য শিক্ষার্থীদের লেভেল গণনা করা হয়। নিম্নবিত্তের কেউ উচ্চশিক্ষিত হোক সেটা আমাদের প্রশাসন চায় না। আজকে বিসিএস বলেন যেখানেই বলেন, যারা যারা সফল হচ্ছেন সবাই উচ্চবিত্ত না। আমাদের দাবি মেনে নিতে হবে। মেনে নেওয়া না হলে আমাদের এই অধিকার আদায়ের সংগ্রাম চলবেই।’

শহীদ মিনারে সমাবেশ শেষে অবিলম্বে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখার দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে রওনা হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

RELATED ARTICLES

Most Popular