আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ ও পূর্ববর্তী ঘটনাবলীর ভিত্তিতে গত ৩ এপ্রিল জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি। চলতি বছরের ২৩-২৪ ফেব্রুয়ারি মস্কো সফর করেন ইমরান খান। তার এই সফরের ঘোষণা আসার পর থেকেই আমেরিকা ও তার পশ্চিমা সহযোগীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপর অযাচিত কঠোর চাপ দিতে শুরু করেছে। তিনি যাতে সফর বাতিল করেন, সেই দাবিও জানানো হয়েছে।
পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি লজ্জাজনক হস্তক্ষেপ চেষ্টার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলছে, অবাধ্য ইমরান খানকে সাজা দিতে চাচ্ছে ওয়াশিংটন।
রুশ মুখপাত্র বলেন, এরপরেও যখন ইমরান খান রাশিয়া সফরে আসেন, তখন পাকিস্তানে ওয়াশিংটনের রাষ্ট্রদূতকে ফোন দেন মার্কিন জ্যেষ্ঠ কূটনীতিক ডোনাল্ড লু।
তিনি যাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফরে হস্তক্ষেপ করেন, তাকে সেই নির্দেশও দিয়েছেন। যদিও তার সেই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।