Saturday, January 4, 2025
Homeসারাদেশযশোরে শিক্ষকের বেতনের টাকা ছিনিয়ে নিলো দুই দুর্বৃত্ত!

যশোরে শিক্ষকের বেতনের টাকা ছিনিয়ে নিলো দুই দুর্বৃত্ত!

বিলাল মাহিনী, যশোর :

ব্যাংক থেকে বের হলেই তিন শিক্ষকের বেতনের লক্ষাধিক টাকা ছিনিয়ে নিলো দুই দুর্বৃত্ত। ৪ এপ্রিল সোমবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখার সামনে এ ঘটনা ঘটে।

সোনালী ব্যাংক থেকে বেতনের টাকা উত্তোলন করে বের হওয়ার পর দুই ছিনতাইকারী তাদের টাকা ছনিয়ে নিয়ে চলে যায়।
এ ব্যাপারে শিক্ষক হরিচাদ মন্ডল অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শিক্ষক হরিচাদ মন্ডল বলেন “ গতকাল সোমবার দুপুরে আমি আমার এবং আরো দুই শিক্ষকের বেতনের টাকা নওয়াপাড়া সোনালী ব্যাংক থেকে উত্তোলন করতে যাই। যখন ব্যাংকে টাকা উত্তোলন করি তখন ব্যাংকে অনেক ভিড় ছিল। তার মধ্যে থেকে টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হয়ে নিচে নেমে মোটর সাইকেলে করে রওনা হওয়ার আগেই দুইজন লোক আমার গতিরোধ করে টাকার ব্যাগ নিয়ে দ্রুত চলে যায়।

আমার এবং অন্য দুই শিক্ষকের মোট এক লক্ষ টাকা উত্তোলন করেছিলাম।


অভয়নগর থানার পুলিশ পরিদর্শক মিলন কুমার মন্ডল বলেন “ শিক্ষক হরিচাদ মন্ডল নামে এক শিক্ষক লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

RELATED ARTICLES

Most Popular